Monday, 7 November 2016

পি পি আর রোগ, লক্ষণ, করণীয়, চিকিৎসা

পি পি আর

পি পি আর ভাইরাসজনিক একটি মারাত্মক সংক্রামক রোগ সকল বয়সের ছাগল-ভেড়া রোগে আক্রান্ত হয় এবং আমাদের দেশে ছাগলের রোগ যথেষ্ট হয়ে থাকে

A goat disease
UNION-PPR DISEASE

লক্ষণ

আক্রান্ত ছাগলের অবসাদ, ক্ষুদামন্দা হয় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় মুখে ক্ষত হয় এবং নাক দিয়ে প্রচুর শ্লেম্মা বের হয় শ্বাস-প্রশ্বাস কষ্টকর দুর্গন্ধযুক্ত হয় তীব্র ডায়েরিয়া দেখা দেয় এবং মৃত্যু ঘটে

করণীয়

অসুস্থ পশুকে দ্রুত সুস্থ পশুকে আলাদা করতে হবে বাসস্থান পরিস্কার রাখতে হবে ভাইরাসজনিত রোগ হওয়ার রোগের কোন সফল চিকিৎসা নেই সুস্থ পশুকে নিয়মিত টিকা দিয়ে রোগ প্রতিরোধ করা যায়

চিকিৎসা

প্রকৃত চিকিৎসা না থাকলেও সহায়ক চিকিৎসা হিসাবে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিনিক এবং প্রয়োজনে স্যালাইন ব্যবহার করে ফল পাওয়া যেতে পারে

 পি.পি.আর টিকা প্রয়োগের নিয়মাবলী



·         উৎপাদন কেন্দ্র বা সরবরাহ কেন্দ্র থেকে টিকা সরবরাহ নেয়ার সময় অবশ্যই কুলভ্যান / ফ্লাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে টিকা বহন করতে হবে
·         টিকা প্রয়োগের জন্য ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং সকল প্রকার জীবানুমুক্ত ব্যবস্থাগ্রহণ বাঞ্চনীয়
·         টিকা গুলানোর পূর্বে ১০০ মিঃ লিঃ ডাইল্যুয়েন্টের বোতল কমপক্ষে ১২ ঘণ্টা +ͦ থেকে +ͦ সেঃ তাপমাএায় রেখে ব্যবহার করতে হবে
·         ডাইল্যুয়েন্টের বোতলে গুলানো টিকা বরফ দেয়া পাএ রেখে ব্যবহার করতে হবে এবং টিকা গুলানোর (এক) ঘণ্টার মধ্যে ব্যবহার নিশ্তিত করতে হবে
·         (এক) মিঃ লিঃ মাএা টিকা কাঁধে চামড়ার নিচে একবার সকল ছাগল ভেড়াকে প্রয়োগ করতে হবে বাচ্চার বয়স মাস হলে এই টিকা দেয়া যায় মাস বয়সের বাচ্চাকেও এই টিকা দেয়া যায় এক্ষেএে মাস বয়সে পুনরায় এই টিকা দিতে হবে
·         ঝুকিপুন এলাকায় (এক) বছর পর পুনরায় (বুস্টার) টিকা প্রয়োগের পরামর্শ দেয়া যাবে
·         প্রসবের ১৫ (পনের) দিন পূর্বে গর্ববতী ছাগল / ভেড়াকে এই টিকা দেয়া যায়ে না
·         অসুস্থ বা পুষ্টিহীন ছাগল / ভেড়াকে এই টিকা না দেয়াই উওম
·          টিকা প্রয়োগের ১৫ (পনের) দিন আগে ক্রিমি মুক্ত নেয়া ভাল
·         খামারে বা বাড়ীতে কোন নতুন ছাগল / ভেড়াকে আগমন ঘটলে ১০ দিন আলাদা রেখে পর্যবেক্ষণের পর টিকা প্রয়োগ করতে হবে আক্রান্ত ছাগল / ভেড়াকে বা আক্রান্ত এলাকায় এই টিকা দেয়া যাবেনা
·          ব্যবহৃত বা অল্প ব্যবহৃত সকল প্রকার টিকার ভায়াল বা ডাইল্যুয়েন্টের বোতল যথাযথ ভাবে নষ্ট করে ফেলতে হবে

No comments:

Post a Comment