·
টিকা
গুলানোর পূর্বে ১০০ মিঃ লিঃ ডাইল্যুয়েন্টের বোতল কমপক্ষে ১২ ঘণ্টা +৪ͦ থেকে +৮ͦ সেঃ তাপমাএায় রেখে ব্যবহার করতে হবে ।
·
ডাইল্যুয়েন্টের বোতলে
গুলানো টিকা বরফ দেয়া পাএ রেখে ব্যবহার করতে হবে এবং টিকা গুলানোর ১ (এক) ঘণ্টার মধ্যে ব্যবহার নিশ্তিত করতে হবে।
·
১
(এক) মিঃ লিঃ মাএা টিকা কাঁধে চামড়ার নিচে একবার সকল ছাগল ও ভেড়াকে প্রয়োগ করতে হবে । বাচ্চার
বয়স ৪ মাস হলে এই টিকা দেয়া যায় । ২
মাস বয়সের বাচ্চাকেও এই টিকা দেয়া যায় ।এক্ষেএে ৬ মাস বয়সে পুনরায় এই টিকা দিতে হবে ।
·
ঝুকিপুন
এলাকায় ১ (এক) বছর পর পুনরায় (বুস্টার) টিকা প্রয়োগের পরামর্শ দেয়া যাবে ।
·
প্রসবের
১৫ (পনের) দিন পূর্বে গর্ববতী ছাগল / ভেড়াকে এই টিকা দেয়া যায়ে না ।
·
অসুস্থ
বা পুষ্টিহীন ছাগল / ভেড়াকে এই টিকা না দেয়াই উওম ।
·
টিকা প্রয়োগের ১৫ (পনের) দিন আগে ক্রিমি মুক্ত নেয়া ভাল।
· খামারে বা বাড়ীতে কোন নতুন ছাগল / ভেড়াকে আগমন ঘটলে ১০ দিন আলাদা রেখে পর্যবেক্ষণের পর টিকা প্রয়োগ করতে হবে। আক্রান্ত ছাগল / ভেড়াকে বা আক্রান্ত এলাকায় এই টিকা দেয়া যাবেনা ।
·
ব্যবহৃত বা অল্প ব্যবহৃত সকল প্রকার টিকার ভায়াল বা ডাইল্যুয়েন্টের বোতল যথাযথ ভাবে নষ্ট করে ফেলতে হবে ।
No comments:
Post a Comment